Dr. Neem on Daraz
Victory Day

ভ্যারিয়েন্ট ‍‍`ডেল্টা প্লাস‍‍` শনাক্তঃ আরও ভয়ঙ্কর রুপে করোনা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০১:৩৫ পিএম
ভ্যারিয়েন্ট ‍‍`ডেল্টা প্লাস‍‍` শনাক্তঃ আরও ভয়ঙ্কর রুপে করোনা

ঢাকাঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসের প্রতিদিনই আসছে নতুন নতুন তথ্য। এরই মধ্যে সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। জানা গেল, ভারতে এবার করোনার নতুন মারাত্মক ধরণ 'ডেল্টা প্লাস' শনাক্ত হয়েছে।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেশনের মাধ্যমে নতুন এই ধরণ তৈরি হয়েছে। এর নাম দেয়া হয়েছে ডেল্টা প্লাস বা এওয়াই ওয়ান ভ্যারিয়েন্ট।

চলতি বছরের মার্চ থেকে অধিক সংক্রামক এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। এই ধরণ মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। তবে এখনও ব্যাপকভাবে না ছড়ানোয় উদ্বেগের কারণ নেই বলে মনে করা হচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে